অলংকারীতে সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অর্থ বিতরণ
নিউজ ডেস্ক:
এলাকার আর্ত সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার অলংকারীর কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট মোঃ রশীদ আলী, আব্দুল আহাদ নানু, আশিক মিয়া, নাজমুল ইসলাম, হেলাল মিয়া, বেলাল মিয়া, জাহাঙ্গীর আহাদ লিটন, আলমগির হোসেন, আকতার মিয়া, একলাল মিয়া সোহাগ, মইনুল ইসলাম, সোহেল মিয়া, লিমন আহমদ, ফয়জুল ইসলাম ও নিকটাত্মীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট।
২০ এপ্রিল বৃহস্পতিবার ট্রাষ্টের ট্রাষ্টের বাংলাদেশের সমন্বয়ক ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মোহাম্মদ আলী সিরাজের সভাপতিত্বে বিশ্বনাথের অলংকারী হাজী বাবরু মিয়া শপিং সিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো: শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ ফারুক আহমদ।
এ.কে.এম তুহেমের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন ইমন ও ফখরুল ইসলাম কানন।
বক্তারা এলাকার উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, আমাদের স্বজনরা প্রবাসের যান্ত্রিক জীবনের ফাঁকেও নিজ মাতৃভুমির জন্য ভাবেন। এলাকাবাসীর সুখে দুঃখে পাশে দাড়ান। এলাকার উন্নয়নে সব সময় সহযোগিতার হাত বাড়ান।
পরে এলাকার তিয়াত্তরটি পরিবারের মধ্যে এক হাজার পাচশত টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More