গ্রিসে সড়ক দুর্ঘটনায় ৪ অভিবাসীসহ নিহত ৬
বিদেশবার্তা২৪ ডেস্ক:
গ্রিস-তুরস্ক সীমান্তে এক সড়ক দুর্ঘটনায় চার জন অভিবাসীসহ মোট ছয় জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ছয় জন গুরুতর আহত হয়েছেন৷ শনিবার একটি ভ্যান ও একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের দুর্ঘটনা ঘটে৷
গ্রিক পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে অনিয়মিত অভিবাসীদের নিয়ে গ্রিসের পশ্চিম অংশে যাচ্ছিল একটি ভ্যান৷ পুলিশের চেকপোস্ট এড়াতে হাইওয়ের উল্টো পাশ দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়ার চেষ্টা করছিল গাড়িটি৷ অতিরিক্ত গতির কারণে অভিবাসীবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি স্পোর্টস ইউটিলি ভেহিকেল বা এসইউভিকে ধাক্কা দেয়৷
এতে ভ্যানে থাকা চার অভিবাসীসহ, মানবপাচারের সঙ্গে জড়িত একজন এবং এসইউভির চালক ঘটনাস্থলে মারা যান৷
এ সময় দুই গাড়িতে থাকা যাত্রীদের আরো ছয় জন গুরুতর আহত হয়েছেন৷ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ বেঁচে যাওয়াদের মধ্যে অভিবাসীবাহী ভ্যানচালকও রয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি৷
পুলিশ জানিয়েছে, দূর থেকে তারা ঘটনাটি দেখেছেন৷
সন্দেহভাজন মানবপাচারকারীসহ অনিয়মিত অভিবাসীদের প্রত্যেকেই সিরীয় নাগরিক বলে জানা গেছে৷ আর এসইউভি চালাচ্ছিলেন ৪৬ বছরের একজন গ্রিক নাগরিক৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More