Main Menu

গ্রিসে সড়ক দুর্ঘটনায় ৪ অভিবাসীসহ নিহত ৬

বিদেশবার্তা২৪ ডেস্ক:
গ্রিস-তুরস্ক সীমান্তে এক সড়ক দুর্ঘটনায় চার জন অভিবাসীসহ মোট ছয় জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ছয় জন গুরুতর আহত হয়েছেন৷ শনিবার একটি ভ্যান ও একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের দুর্ঘটনা ঘটে৷

গ্রিক পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে অনিয়মিত অভিবাসীদের নিয়ে গ্রিসের পশ্চিম অংশে যাচ্ছিল একটি ভ্যান৷ পুলিশের চেকপোস্ট এড়াতে হাইওয়ের উল্টো পাশ দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়ার চেষ্টা করছিল গাড়িটি৷ অতিরিক্ত গতির কারণে অভিবাসীবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি স্পোর্টস ইউটিলি ভেহিকেল বা এসইউভিকে ধাক্কা দেয়৷

এতে ভ্যানে থাকা চার অভিবাসীসহ, মানবপাচারের সঙ্গে জড়িত একজন এবং এসইউভির চালক ঘটনাস্থলে মারা যান৷

এ সময় দুই গাড়িতে থাকা যাত্রীদের আরো ছয় জন গুরুতর আহত হয়েছেন৷ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ বেঁচে যাওয়াদের মধ্যে অভিবাসীবাহী ভ্যানচালকও রয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি৷

পুলিশ জানিয়েছে, দূর থেকে তারা ঘটনাটি দেখেছেন৷

সন্দেহভাজন মানবপাচারকারীসহ অনিয়মিত অভিবাসীদের প্রত্যেকেই সিরীয় নাগরিক বলে জানা গেছে৷ আর এসইউভি চালাচ্ছিলেন ৪৬ বছরের একজন গ্রিক নাগরিক৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *