অবশেষে স্বস্তির বৃষ্টি
নিউজ ডেস্ক:
গত কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। সোমবার রাত ৯টা থেকে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর উপজেলা, জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে রাত ১০টার দিকে পুরো সিলেটজুড়ে শীতল বাতাস বইতে শুরু করে। আকাশে বিজলি চমকাচ্ছে।
বিমানবন্দর এলাকার বাসিন্দা আলি হোসেন বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জে বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়তে থাকে। রাত ১০টার দিকে ঝড় ও শিল্পবৃষ্টি শুরু হয়, যা এখনও অব্যাহত আছে।’
বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বৃষ্টি শুরু হওয়ায় সবার মাঝে স্বস্তি নেমেছে।’
সিলেটের সব স্থানে আজ রাতে বৃষ্টি হবে বলে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘কোম্পানীগঞ্জসহ দু-একটি উপজেলায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটে আজ রাতে বৃষ্টি হবে। এই আভাস আমরা আগেই দিয়েছিলাম।’
প্রসঙ্গত, সোমবার সকালে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More