নিজ বাসায় অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন মেয়র আরিফ
নিউজ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। দুতলা বাসার নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাসার আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। বাসায় আগুন লাগার বিষয়ে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আলোচনা সভা শেষে সাংবাদিকদের মেয়র আরিফ বলেন, শুনেছি বাসায় আগুন লেগেছে কিন্তু এখনো বিস্তারিত কিছু জানিনা। এসি থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে শুনেছি। আগুনে একটি রুমের বেশি ক্ষতি হয়েছে বলে জানান মেয়র।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More