৯ হাজার প্রবাসীকে ডিপোর্ট করেছে কুয়েত

নিউজ ডেস্ক:
চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের ৯ হাজার অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। এদের মধ্যে প্রায় ৪ হাজারই নারী। এছাড়া কুয়েতের কারাগারে থাকা বিভিন্ন দেশের আরও প্রায় সাত শতাধিক নারী-পুরুষকে দ্রুত দেশটি থেকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
অবৈধভাবে বসবাস ও মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কুয়েত থেকে এসব প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। তবে ঠিক কোন দেশের কতজন প্রবাসীকে ডিপোর্ট করা হয়েছে তা জানানো হয়নি।
কুয়েতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, কুয়েতে নানা অপরাধে জড়ানোর তালিকায় রয়েছে ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও মিসরের নাগরিকরা। বিতাড়িতদের মধ্যে শীর্ষে ভারত, দ্বিতীয় ফিলিপাইন, তৃতীয় শ্রীলঙ্কা এবং চতুর্থ মিশরীয় সম্প্রদায়।
কুয়েতের নিরাপত্তা বিভাগ ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের মতে, রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৯ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
কুয়েত সরকারি হিসাব মতে, বিভিন্ন দেশের এক লাখ ৮২ হাজার অবৈধ প্রবাসী রয়েছে। এসব অবৈধ প্রবাসী শ্রমিকদের নিয়ন্ত্রণে এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More