নিউজার্সিতে বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আবুল খায়ের আপন। তিনি চার খাই জালাল নগর নিবাসী, আমেরিকা প্রবাসী (হামজা রেস্টুরেন্টের এর সত্ত্বাধিকারী) আবু ফয়ছলের ছোট ভাই।
স্থানীয় সময় সময় সন্ধ্যা ৯টার দিকে তার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় আপনকে। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।)।
আপনের প্রতিবেশিরা জানায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যাওয়ার পর আমরা নিউজার্সি, নিউ ইয়র্কে বসবাসরত চারখাইয়ের জালাল নগর, কোনা, ঢেলাখানী ও দত্তগ্রামের সবাই তাৎক্ষণিক এক জরুরি বৈঠকে বসি। এসময় আমাদের সাথে উপস্হিত ছিলেন পেটারসন সিটির সেকেন্ড ওয়ার্ড কাউন্সিলম্যান সাহিন খালিক।
তিনি আবুল খায়েরর মুত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার রুহের মাগফিরাত কামনা করে বলেন আবুল খায়েরের লাশ এখানে দাপন অথবা তার লাশ দেশে প্রেরণ করতে যত প্রকার সাহায্য সহযোগিতার প্রয়োজন তিনি করবেন বলে আশ্বাস প্রদান করেন।
বৈঠকে আরোও ফোনে যুক্ত হয়ে ছিলেন চারখাই সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইদুল ইসলাম পারভেজ, সাধারন সম্পাদক সরোয়ার আহমেদ চৌধুরী (জনি)ও সাংগঠিনক সম্পাদক ফাহিম আহমেদ আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেই যে, আবুল খায়ের আপনের ময়না তদন্ত শেষ হলে তার পরিবারের ইচ্ছানুযায়ী তার দাফন কাফনের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
তারা আরও বলেন, আপনের পরিবার চাইলে তার মরদেহ দেশে পাঠাতেও যতটুকু লাগে সব কিছুই করা হবে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More