নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৫০, নিখোঁজ অনেকে
বিদেশবার্তা২৪ ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের একটি গ্রামে পৃথক বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। স্থানীয় সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ের উপর এ হামলার ঘটনা ঘটে। সেখানে যাযাবর পশুপালক এবং জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়।
বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে।
এ বিষয়ে ওটুকপোর স্থানীয় সরকারের চেয়ারম্যান বালা এজেহ বলেছেন, বুধবার বিকেলে বন্দুকধারীরা যখন হামলা চালায়, তখন মানুষ একদিন আগে তিনজন নিহতের ঘটনায় শোক পালন করছিল। এদিকে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে তারা বলছে, উভয় হামলার মধ্যে যোগসূত্র রয়েছে।
এ ঘটনার জন্য পল হেম্বা পশুপালকদের দোষারোপ করেছেন। পশুপালকরা গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে বলে জানান তিনি।
তবে এই হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More