চক্র ভেঙ্গে ৫ মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি গ্রিসের
বিদেশবার্তা২৪ ডেস্ক:
গ্রিসে একটি মানবপাচারকারী চক্রকে ভেঙে দিয়ে দলটির প্রধান হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।বৃহস্পতিবার গ্রিক পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গ্রিক পুলিশ বলছে, তুরস্ক সীমান্ত থেকে বেশ কয়েকজন অভিবাসীকে অনিয়মিত পথে গ্রিসে নিয়ে আসেন চক্রটি। সেজন্য প্রত্যেক অভিবাসীর কাছে দুই হাজার ১০০ ইউরো করে দাবি করেছিল তারা। গত কয়েক মাস ধরে চক্রটি তাদের কর্মকাণ্ড পরিচালনায় ২৭০টিরও বেশি গাড়ি ব্যবহার করেছে। এখন মানবপাচারকারী চক্রের ব্যবহৃত গাড়িগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। গ্রেপ্তার মানবপাচারকারীদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, অভিবাসী চোরাচালানকারী নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ৪০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গ্রিক পুলিশ। এই চক্রটি ২০২২ সালের মাঝামাঝি থেকে ৯০ লাখ ইউরোর বেশি অবৈধ অর্থ হাতিয়ে নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রিক সীমান্তরক্ষীরা ২০২২ সালে এভ্রোস নদীর পাশে তুরস্ক-গ্রিস সীমান্ত বরাবর অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে প্রায় দুই লাখ ৬০ হাজার অনিয়মিত অভিবাসীকে প্রবেশে বাধা দিয়েছে৷ গত বছরে পুলিশ প্রায় দেড় হাজার সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছিল।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More