মেয়র আরিফুল হক চৌধুরীকে ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনা

নিউজ ডেস্ক:
সিলেটের জননন্দিত মেয়র, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরীর ইতালি আগমন উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।
এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম এবং প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
এ সময় সংবর্ধিত অতিথি আরিফুল হক চৌধুরী বলেন, দেশের প্রবাসে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়ে শ্রম ও মেধা দিয়ে জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন ও এক নং সদস্য সাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ইতালি বিএনপির নেতাকর্মী এবং রোম মহানগর বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়ার ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More