মৌলভীবাজারে ৫ শতাধিক মানুষকে ইফতার সামগ্রী প্রদান শরীফ চ্যারিটির

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৫শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে আশ শরিফ চ্যারিটি।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম গ্রামে ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশ শরীফ চ্যারিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি দেলোয়ার আলম, সংগঠনটির উপদেষ্টা প্রধান উপদেষ্টা মো. ইমরান হোসেন শাওন, কবি জাবেদ ভূঁইয়া, লোকমান খাঁন নবীন প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্য রয়েছে চাউল, সয়াবিন তেল, ডাইল, সেমাই, পিয়াজ, দুধ, ময়দা, চিনি, লবণ, আদা,ছোলা বুট।
ইউকে বাংলাদেশ ভিত্তিক সামাজিক সংগঠন আশ শরীফ চ্যারি প্রতিষ্ঠা লগ্ন গরিব অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সময়ে খাদ্য ও চিকিৎসা সেবা সহায়তা প্রদান করে আসছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইমরান হোসেন শাওন জানান, সংগঠনটি করোনা কালীন দুঃসময়ে খাদ্য সহায়তাসহ বি়ভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করে মানুষের পাশে থাকার চেষ্টা করছে এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
Related News

মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More

যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More