Main Menu

বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনির দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর প্রত্যাশা

নিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি। রোববার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. রিয়াদ মালকি সম্প্রতি একটি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, আমাদের দুই দেশের ও জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *