বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনির দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর প্রত্যাশা
নিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি। রোববার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. রিয়াদ মালকি সম্প্রতি একটি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, আমাদের দুই দেশের ও জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More