Main Menu

১২৩৮০অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক:
ক্যাম্পে আটক বিভিন্ন দেশের ১২ হাজার ৩৮০ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এসব অবৈধ অভিবাসীর সাজা শেষে চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন। তবে কোন দেশের ঠিক কতজনকে ফেরত পাঠানো হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করেননি তিনি।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, নিজ নিজ দেশে ফেরত পাঠানো ১২ হাজার ৩৮০ জন অভিবাসীর মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭৪ জন নারী।

রুসলিন জুসোহ জানান, “ইমিগ্রেশন ডিপোতে রাখা তিন শ্রেণীর বন্দী, যেমন বিদেশী বন্দী, তাদের কারাগারের মেয়াদ শেষ করেছে এবং তাদের নিজ দেশে নির্বাসনের জন্য ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ বা ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন করে এমন অপরাধের জন্য অভিবাসন দ্বারা গ্রেপ্তার বিদেশী বন্দিদের পাশাপাশি অন্যান্য অভিবাসন অপরাধ যা এখনও তদন্তাধীন।”

তিনি বলেছেন, ৩০ মার্চ পর্যন্ত, মোট ২৭ হাজার ৫৭২ নিয়োগকর্তার মাধ্যমে ৩ লাখ ২২ হাজার ১৮২ জন অভিবাসী ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে) এর বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *