Main Menu

পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেছেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করতে উপস্থিত কয়েকশ’ মানুষে একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে এই পদদলনের ঘটনা ঘটে। অনেকে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান।

স্থানীয়দের কয়েকজন বলেছেন, ড্রেনের পাশের একটি দেয়াল ধসে পড়ে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।

হাশমি বলেছেন, যে কারখানার মালিক এই খাবার বিতরণের আয়োজন করেছেন তিনি পুলিশকে এই বিষয়ে অবহিত করেননি। ফলে খাবার বিতরণ সম্পর্কে পুলিশ কিছু জানতো না। জানলে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হত।

পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত সপ্তাহ থেকে পাকিস্তানে রমজানে খাবার বিতরণকে কেন্দ্র করে পদদলিত হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *