মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
নিউজ ডেস্ক:
ছাতকে মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ঘটনায় লায়েক মিয়া (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরে থানার সামনে সুরমা নদীর খেয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়েক মিয়া পৌর শহরের মণ্ডলীভোগ গ্রামে মৃত আব্দুল মান্নান ময়না মিয়ার ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর।
স্থানীয়রা জানান, ছাতকবাজারে লাল মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে সাবেক পৌর কাউন্সিলর লায়েক মিয়া ও একই গ্রামের তাজউদ্দিনের ছেলে আব্দুল কদ্দুছ শিবলুর মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে সুরমা নদীর খেয়াঘাট এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল কদ্দুছ শিবলুর নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে সাবেক কাউন্সিলর লায়েক মিয়ার মাথায় ও বুকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।
আহতাবস্থায় তাকে প্রথমে ছাতক সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে সিলেটের ওসমানী মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ শিবলুর বাবা ও দাদাকে আটক করেছে।
Related News
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More