স্বাধীনতা দিবসে জার্মানিতে দেশের পতাকা হাতে শিব শংকর
বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে জার্মানির নিদারজাক্সেন অঙ্গরাজ্যের হ্যানোভারে অনুষ্ঠিত দূররপাল্লার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন একমাত্র বাংলাদেশি সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল। এটি শিব শংকরের ১২১ তম আন্তর্জাতিক ম্যারাথন।
রবিবার আন্তর্জাতিক এই ম্যারাথনে ৩৫টি দেশের ২৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণ করে। কিন্তু বাংলাদেশি একমাত্র দৌড়বিদ হিসেবে লাল সবুজ পতাকা উড়ানো একমাত্র ব্যাক্তি তিনি। এদিন ম্যারাথনটি শহরের ফ্রিডরিখসভাল থেকে শুরু হয়ে, ক্লিংগারস্ট্রাসে, বোইকলিনপ্লাটজ, ইয়ানপ্লাটজ হয়ে আবারো শুরুর পয়েন্টে এসে শেষ হয়।
ছুটির দিন হওয়ায় আন্তর্জাতিক এই ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হন কমপক্ষে কয়েক লাখ দর্শণার্থী। ৪২,২ কিঃমিঃ এর দীর্ঘ এ পথ দৌড়াতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকরের সময় লেগেছে ৩ ঘণ্টা ৫১ মিনিট ৬ সেকেন্ড।
ম্যারাথনের ফিনিশিং লাইন শেষে শিব শংকরকে অভ্যার্থনা জানান তাঁর স্ত্রী শিখা শংকর পাল ও তাঁর পরিবারের সদস্যরা।
এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০টির বেশী আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ানোর মাইলফলক অতিক্রম করতে চান দৌড়বিদ শিব শংকর পাল। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, দেশের লাল সবুজের পতাকা হাতে বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক দেশে দৌড়েছি কিন্তু দেশের মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে যেকোন ম্যারাথনে এইবারেই প্রথম দৌড়ালাম। তাই এটি অনেক স্মরণীয় একটা ম্যারাথন হয়ে থাকবে।
সৌখিন দৌড়বিদ হিসেবে দেশের ঢাকার অদূরে নবাবগঞ্জে জন্ম নেয় ৫৬ বছর বয়সী শিব শংকর পাল পরিচিত হলেও তিনি একজন সফল ব্যাবসায়ী। বেশ কয়েক বছর আগে জার্মানির বায়ার্নের মিউনিখে গড়ে তুলেছেন পাল ইলেক্ট্রো নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান। যেখানে কর্মস্থানের ব্যাবস্থা করেছেন বেশ কয়েকজন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশীদের। তার নানা উদ্যেগের কারণে দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে তথ্যচিত্রও। শুধু তাই নয় দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তেও শিব শংকরকে উপস্থাপন করেছিলেন কিংবদন্তী ও প্রখ্যাত উপস্থাপক হানিফ সংকেত।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More