বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কানাডার কৌশল নিচ্ছে জার্মানি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কানাডার কৌশল কাজে লাগাতে চায় জার্মানি৷ আর এ জন্য দেশটিতে সফরে গেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এবং শ্রমমন্ত্রী হুবেরটুস হাইল৷
রোববার তারা কানাডার উদ্দেশে বার্লিন ছেড়েছেন৷ সফরকালে কানাডার শ্রম, অভিবাসন এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে৷
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সিমেনস হেলদিনিয়ার্স এবং এসইডব্লিউ ইউরোড্রাইভ নামের বড় দুটি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগে কাজ করা একটি অভিবাসন সংস্থাও পরিদর্শন করবেন দুই মন্ত্রী৷ কারণ এই প্রতিষ্ঠানটি গত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের নিয়োগে দক্ষতার পরিচয় দিয়েছে৷
এই সফরের মধ্য দিয়ে কানাডার অভিবাসন আইন এবং এই আইনের মাধ্যমে দেশটির অর্জিত সাফল্য এবং অর্থনীতি ও সমাজের ওপর এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আরও বিশদ জানতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন জার্মানির দুই মন্ত্রী৷
সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘‘বিদেশি দক্ষ কর্মীদের জার্মানির শ্রম বাজারে অন্তর্ভুক্ত করতে একটি নতুন অভিবাসন আইন তৈরির কাজ চলছে৷ আর এ ক্ষেত্রে ক্যানাডা বিশ্বে রোল মডেল৷ কানাডার অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারব৷’’
তিনি আরো বলেন, ‘‘আমরা একটি আধুনিক অভিবাসন আইন তৈরি করতে যাচ্ছি৷ এর মধ্য দিয়ে দক্ষ কর্মীরা আরো সহজে জার্মানি এসে নিজেদের দক্ষতা মেলে ধরতে পারবেন৷ আর এ কারণেই সে দেশের মন্ত্রী, প্রতিষ্ঠান ও অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে আমি বেশ আগ্রহী৷’’
জার্মানিতে বিদেশি দক্ষ কর্মীদের প্রয়োজন রয়েছে জানিয়ে শ্রমমন্ত্রী হুবারটুস হাইল বলেন, তাদের কীভাবে আকৃষ্ট করা যায়, সেটা জানা গুরুত্বপূর্ণ৷
তিনি বলেন, ‘একটি ভালো অভিবাসন নীতি সমাজে, অর্থনীতিতে এবং অভিবাসনে কতোটা সাফল্য নিয়ে আসতে পারে কানাডা তা আমাদের দেখিয়েছে৷ আমি আশা করি, এই সফরের মধ্য দিয়ে কানাডিয়ান সিস্টেমের ইঞ্জিন রুম-থেকে অর্জিত অভিজ্ঞতা জার্মানির জন্য ভালো কিছু বয়ে আনবে৷’
সম্প্রতি, অভিবাসন নীতি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে জার্মানি৷ এর উদ্দেশ্য হলো, বিদেশি কর্মীরা যাতে সহজ পদ্ধতিতে ও আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই জার্মানিতে আসতে পারেন৷
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বিশেষজ্ঞদের জন্য জার্মান ব্লু কার্ড আরও সহজলভ্য করতে চায় জার্মানি৷ এমনকি বিদেশি নাগরিকদের ক্ষেত্রে তার নিজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেয়া ডিগ্রি ও কর্ম অভিজ্ঞতাকে কোনো যাচাই বাছাই ছাড়াই স্বীকৃতি দেয়ার কথাও ভাবছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির এই দেশটি৷ কারণ এর মধ্য দিয়ে বিদেশি নাগরিকরা সরাসরি জার্মানিতে কাজের অনুমতি পাবে৷
বিদেশি কর্মীদের জার্মানিতে চাকরি খুঁজে পেতে এক বছরের ভিসা দেওয়ার পরিকল্পনাও করছে সরকার৷ এ ক্ষেত্রে একটি পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা রাখা হতে পারে৷ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর কর্মীরা যাতে চাকরি ছাড়াই জার্মানিতে আসতে পারে, সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
প্রশিক্ষণ ও শিক্ষার আরো উন্নয়ন করে জার্মান নাগরিকদের মধ্যে নারী ও বয়স্ক মানুষকেও শ্রমবাজারে যুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার৷ একই সঙ্গে দেশে কর্মপরিবেশের উন্নতির জন্য আরো কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সেদিকেও নজর দিচ্ছে বর্তমান সরকার৷
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More