Main Menu

বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কানাডার কৌশল নিচ্ছে জার্মানি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কানাডার কৌশল কাজে লাগাতে চায় জার্মানি৷ আর এ জন্য দেশটিতে সফরে গেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এবং শ্রমমন্ত্রী হুবেরটুস হাইল৷

রোববার তারা কানাডার উদ্দেশে বার্লিন ছেড়েছেন৷ সফরকালে কানাডার শ্রম, অভিবাসন এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে৷

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সিমেনস হেলদিনিয়ার্স এবং এসইডব্লিউ ইউরোড্রাইভ নামের বড় দুটি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগে কাজ করা একটি অভিবাসন সংস্থাও পরিদর্শন করবেন দুই মন্ত্রী৷ কারণ এই প্রতিষ্ঠানটি গত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের নিয়োগে দক্ষতার পরিচয় দিয়েছে৷

এই সফরের মধ্য দিয়ে কানাডার অভিবাসন আইন এবং এই আইনের মাধ্যমে দেশটির অর্জিত সাফল্য এবং অর্থনীতি ও সমাজের ওপর এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আরও বিশদ জানতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন জার্মানির দুই মন্ত্রী৷

সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘‘বিদেশি দক্ষ কর্মীদের জার্মানির শ্রম বাজারে অন্তর্ভুক্ত করতে একটি নতুন অভিবাসন আইন তৈরির কাজ চলছে৷ আর এ ক্ষেত্রে ক্যানাডা বিশ্বে রোল মডেল৷ কানাডার অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারব৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা একটি আধুনিক অভিবাসন আইন তৈরি করতে যাচ্ছি৷ এর মধ্য দিয়ে দক্ষ কর্মীরা আরো সহজে জার্মানি এসে নিজেদের দক্ষতা মেলে ধরতে পারবেন৷ আর এ কারণেই সে দেশের মন্ত্রী, প্রতিষ্ঠান ও অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে আমি বেশ আগ্রহী৷’’

জার্মানিতে বিদেশি দক্ষ কর্মীদের প্রয়োজন রয়েছে জানিয়ে শ্রমমন্ত্রী হুবারটুস হাইল বলেন, তাদের কীভাবে আকৃষ্ট করা যায়, সেটা জানা গুরুত্বপূর্ণ৷

তিনি বলেন, ‘একটি ভালো অভিবাসন নীতি সমাজে, অর্থনীতিতে এবং অভিবাসনে কতোটা সাফল্য নিয়ে আসতে পারে কানাডা তা আমাদের দেখিয়েছে৷ আমি আশা করি, এই সফরের মধ্য দিয়ে কানাডিয়ান সিস্টেমের ইঞ্জিন রুম-থেকে অর্জিত অভিজ্ঞতা জার্মানির জন্য ভালো কিছু বয়ে আনবে৷’

সম্প্রতি, অভিবাসন নীতি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে জার্মানি৷ এর উদ্দেশ্য হলো, বিদেশি কর্মীরা যাতে সহজ পদ্ধতিতে ও আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই জার্মানিতে আসতে পারেন৷

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বিশেষজ্ঞদের জন্য জার্মান ব্লু কার্ড আরও সহজলভ্য করতে চায় জার্মানি৷ এমনকি বিদেশি নাগরিকদের ক্ষেত্রে তার নিজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেয়া ডিগ্রি ও কর্ম অভিজ্ঞতাকে কোনো যাচাই বাছাই ছাড়াই স্বীকৃতি দেয়ার কথাও ভাবছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির এই দেশটি৷ কারণ এর মধ্য দিয়ে বিদেশি নাগরিকরা সরাসরি জার্মানিতে কাজের অনুমতি পাবে৷

বিদেশি কর্মীদের জার্মানিতে চাকরি খুঁজে পেতে এক বছরের ভিসা দেওয়ার পরিকল্পনাও করছে সরকার৷ এ ক্ষেত্রে একটি পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা রাখা হতে পারে৷ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর কর্মীরা যাতে চাকরি ছাড়াই জার্মানিতে আসতে পারে, সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

প্রশিক্ষণ ও শিক্ষার আরো উন্নয়ন করে জার্মান নাগরিকদের মধ্যে নারী ও বয়স্ক মানুষকেও শ্রমবাজারে যুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার৷ একই সঙ্গে দেশে কর্মপরিবেশের উন্নতির জন্য আরো কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সেদিকেও নজর দিচ্ছে বর্তমান সরকার৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *