সিসিক মেয়র আরিফ অসুস্থ, হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোববার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন। তিনি জানান, বর্তমানে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি আছেন। তাঁর হার্টের সমস্যা রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ বলেন, মেয়র মহোদয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখছেন। তাঁকে সিলেটে রাখা হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসগণ।
এদিকে, মেয়রের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে নগরবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More