মিশিগানে সম্মাননা পেলেন বাংলাদেশি ১০ সফল নারী

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আমেরিকার মিশিগান রাজ্যে বাংলাদেশি আমেরিকান সফল ১০ নারীকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
নারী সংগঠন বায়োলেটস আড্ডা মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অসংখ্য প্রবাসী সৃজনশীল নারীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
ঘর সামলানোর পাশাপাশি শিক্ষা, চাকরি, ব্যবসা, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রেরণায় সেরা ১০ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন বায়োলেটসের প্রতিষ্ঠাতা শারমিন তানিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিককর্মী পরমিতা নিতু ও আফরিন মাহদী।
সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন ডা. নিলুফা আক্তার নিপু, ফারহানা ইলোরা হুসাইন, সালমা মুমু, রুমকি সেন, নুসরাত মারটিন, সৈয়দা চৌধুরী, ওয়াহিদা মিয়া, সালমা সাইফ ও আয়না ইভেন্ট অ্যান্ড ডেকোর প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে টেন অ্যান্ড হাফ মাইল ব্যান্ড দলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া নাচ ও গানের উৎসবে সবাই আনন্দে মেতে উঠেন।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More