ঢাকা পৌঁছেছে আর্জেন্টিনা দল

নিউজ ডেস্ক:
আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা পৌঁছেছে আর্জেন্টিনা কাবাডি দল।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আমেরিকার কাবাডি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক এই কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নেয়। তবে এবার ১২টি দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ, শ্রীলংকা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও আর্জেন্টিনা খেলবে।
Related News

সিলেটে বিপিএল এর মিউজিক ফেস্টে অব্যবস্থাপনা
সিলেটে বিপিএল এর মিউজিক ফেস্টে অব্যবস্থাপনা, দাওয়াত পাননি সাংবাদিকরা আগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছেRead More

লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেRead More