Main Menu

বাংলাদেশি অভিবাসীকে পেটানো গ্রিক নাগরিকের সাজা কমলো

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশি অভিবাসীকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করার দায়ে এক গ্রিক নাগরিকের সাজা সাত বছর থেকে কমিয়ে তিন বছর করেছে গ্রিসের আদালত৷ গ্রিক দ্বীপ লেসবসের অ্যাগিয়াসোস অঞ্চলের ওই বাসিন্দা ওই গ্রিক নাগরিক। তার আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে নর্থ এজিয়ান আপিল আদালত৷

জানা গেছে, ২০১৮ সালের ৮ ডিসেম্বরে অন্যদিনের মতো একটি সুপার মার্কেটে আসা গাড়ি দেখাশোনা ও পার্কিং ব্যবস্থাপনার কাজ করছিলেন ৫৬ বছর বয়সি এক বাংলাদেশি অভিবাসী৷ নিজের গাড়ি নিয়ে পার্কিংয়ের জায়গায় আসেন ৩৫ বছর বয়সি এক গ্রিক নাগরিক৷

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বরাদ্দ করা জায়গায় গাড়িটি পার্কিং করতে চান তিনি৷ তাতে বাধা দেন বাংলাদেশি অভিবাসী৷ গাড়িটি পার্ক করতে বাধা দেয়ায় ভীষণ চটে যান ওই গ্রিক নাগরিক৷ ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি৷ একটি শাবল নিয়ে এলোপাথাড়ি আঘাত করেন ওই বাংলাদেশিকে৷ এর ফলে হাতে গুরুতর আহত হন ওই বাংলাদেশি অভিবাসী৷

তবে ওই গ্রিক নাগরিক আদালতে দাবি করেছেন, বাংলাদেশি ওই অভিবাসী তাকে ব্যক্তিগতভাবে অপমান করেছেন৷ কিন্তু মাইটিলিন শহরবাসীর কাছে বেশ জনপ্রিয় ছিলেন ওই বাংলাদেশি নাগরিক৷

গুরুতর আহত বাংলাদেশি অভিবাসীর শরীরে আঘাত সারিয়ে তুলতে তার হাতে অস্ত্রোপচার করতে হয়৷ ফলে সুপার মার্কেটের কাজ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে৷ তাছাড়া জলপাই তোলারও কাজ করতেন তিনি৷ কিন্তু হাতের আঘাত নিয়ে সেই কাজটি করাও তার জন্য সম্ভব ছিল না৷

পরে বাংলাদেশি অভিবাসী আইনের আশ্রয় নেয়৷ ওই গ্রিক নাগরিকের বিরুদ্ধে শুরু হয় বিচার৷ ২০২১ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে অস্ত্রের ব্যবহার করার অভিযোগে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত৷ পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়৷

এরপর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ওই গ্রিক নাগরিক৷ সম্প্রতি আপিল আদালতের দেয়া রায়ে তার সাজা কমিয়ে তিন বছর করা হয়েছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *