ইতালিতে কুমিল্লা সমিতি তরিনো’র লুৎফুর সভাপতি, সম্পাদক লিটন
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির তরিনোতে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের একত্রিত করে দেশ ও প্রবাসের সমাজকল্যাণমূলক সেবা ও প্রবাসে কর্মহীন প্রবাসীদের সাহায্য সহযোগিতাসহ দেশের ইতিহাস ঐতিহ্য বিদেশের মাঠিতে তুলে ধরতে একটি সামাজিক সংগঠন গঠনে কাজ করছেন কুমিল্লা প্রবাসীরা।
কয়েকমাস থেকে আলোচনার পর গত রবিবার সকলের মতামতের ভিত্তিতে কুমিল্লা সমিতি তরিনো নাম একটি সামাজিক সংগঠনের নাম গৃহীত হয় এবং আত্মপ্রকাশ করে। সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তরিনোর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুমিল্লার কৃতি সন্তান লুৎফুর সরকার কে সভাপতি লিটন সরকারকে সাধারণ সম্পাদক এবং সবুর সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা হিসেবে ১৭ জন কে উপদেষ্টা করে তাদের ও নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদেরকে তরিনোতে কুমিল্লা বাসিসহ কুমিল্লার সকলকে নিয়ে প্রবাসে কুমিল্লার সুনাম বৃদ্ধি করতে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য কুমিল্লা প্রবাসীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
খুব শিগগির জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা সমিতি তরিনোর নবগঠিত কমিটির পরিচিত ও অভিষেক অনুষ্ঠান এর আয়োজন করা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More