Main Menu

আমিরাত প্রবাসীদের এনআইডি করতে গুণতে হবে ৫০ দিরহাম

বিদেশবার্তা২৪ ডেস্ক:
রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে ৫০ দিরহাম ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৫৬ টাকা।

প্রথমবারের মতো বিদেশে থেকেই এনআইডি করার সুযোগ পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এনআইডি করার এ সুযোগ পাবেন একমাত্র বৈধভাবে বসবাসরত বাংলাদেশিরাই।

জানা গেছে, সম্প্রতি ‘সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের ভোটার নিবন্ধনপূর্বক জাতীয় পরিচয়পত্র প্রদান’ বিষয়ে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির’ সভায় এমন প্রস্তাবের বিষয়টি তুলে ধরা হয়।

আবুধাবিস্থ বাংলাদেশি দূতাবাস নির্বাচন কমিশনকে এমন প্রস্তাব দিয়েছে। সভায় কমিটির প্রধান নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) মো. আহসান হাবিব খান সভাপতিত্ব করেন। আবুধাবিস্থ দূতাবাসের এ প্রস্তাবটি কমিশন বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপনেরও নির্দেশনা দিয়েছেন আহসান হাবিব খান।

ওই সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, সরকারের কৃচ্ছতা সাধন নীতির কারণে নির্বাচন কমিশন আরব আমিরাতে নিজস্ব কোনো টিম পাঠাবে না। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই অপারেটর নিয়োগ করে ভোটার কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর দেশের সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে আবেদন যাচাই শেষে দেওয়া হবে এনআইডি। প্রথমবার কোনো ফি নাগরিকদের না দিতে হলেও দূতাবাসকে এনআইডি প্রতি ৫০ দিরহাম সার্ভিস চার্জ দিতে হবে।

এছাড়া আবেদনকারীর নাম হতে হবে জন্মনিবন্ধন অথবা শিক্ষা সনদ অনুযায়ী। পুরো কার্যক্রমটি সম্পন্ন করার জন্য পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কর্তৃক দূতাবাস/মিশন হতে পাসপোর্ট ইস্যু/রিইস্যুর ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি অনুসারে কার্যক্রম গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *