কুলাউড়া থানার সুজন তালুকদার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত
নিউজ ডেস্ক:
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার তিনি জেলার মধ্যে অভিন্ন মানদন্ডের আলোকে ফেব্রুয়ারী মাসের সাজা, ওয়ারেন্ট, মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম সহ ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ এস আই হিসেবে এই স্বীকৃতি পান। এছাড়া ও জেলার মধ্যে
কুলাউড়া থানার এএসআই আবু তাহের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন । বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গত ফেব্রুয়ারী মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হন কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার। ( ৭ মার্চ ) মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ
জেলার শ্রেষ্ঠ এসআই সুজন তালুকদার বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত ফেব্রুয়ারী মাসে সাজা এবং ওয়ারেন্ট মামলা সহ অনেক মামলা নিষ্পত্তি হয়, এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো। এবং আগামীতে তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তিনি সব সময় কাজ করে যাবেন।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More