প্রবাসীদের সহায়তায় ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার উদ্বোধন
বিদেশবার্তা২৪ ডেস্ক:
প্রবাসীদের ইমিগ্রেশন, আইনি সহায়তায় ও কাফ পাত্রোনাতো সার্ভিসের লক্ষ্যে ইতালির রাজধানী রোমের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ত্রিবুরতিনাতে ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার উদ্বোধন করা হয়েছে।
বাঙালিসহ বিভিন্ন ভাষাভাষীদের সেবা দিতেই সাইফুল ইসলাম, সাদিয়া আফরোজ সালমা ও আয়নাল ফকিরের যৌথ পরিচালনায় নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
ভিয়া কুপরা ৪৪ (Via Cupra 44) ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন ন্যাশনাল কাফের প্রতিষ্ঠাতা এ কে জামান।
এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকসহ প্রবাসী বাংলাদেশি ও ন্যাশনাল কাফ প্রেনেসটিনা, তুসকোলানা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে এ কে জামান বলেন, ‘তিবুরতিনা শাখার মাধ্যমে প্রবাসীরা ন্যাশনাল কাফের আইনি, ইমিগ্রেশন, পাত্রোনাতোসহ সকল সার্ভিস সরাসরি পাবেন।’ তিনি শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, ন্যাশনাল কাফ ২০১৯ সাল থেকে ইতালীব্যাপী প্রবাসীদের জন্য কাফ সার্ভিস অত্যন্ত সুনামের সঙ্গে দিয়ে আসছে। ন্যাশনাল কাফের মাধ্যমে প্রতি বছর ১০ হাজারের বেশি প্রবাসীরা বিভিন্ন বোনাসসহ নিয়মিত সেবা গ্রহণ করছেন। শিগগিরই অনলাইন সার্ভিসের মাধ্যমে এই সার্ভিস প্রবাসীদের আরও হাতের কাছে নেওয়ার পরিকল্পনার কথা জানান ন্যাশনাল কাফের পরিচালকরা।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More