Main Menu

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস ইইউ’র

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মিয়ানমারের সেনানির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল।

শুক্রবার (৩ মার্চ) ভারতে চলমান রাইজিনা সংলাপের সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।

বৈঠকে শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইইউর সমর্থন চাইলে বোরেল রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইইউর সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশ যাতে একটি উল্লেখযোগ্য সময়ের জন্য অগ্রাধিকারমূলক আচরণ থেকে লাভবান হতে পারে সেজন্য বাংলাদেশের এ পুনরাবৃত্ত আহ্বান ইউরোপীয় ইউনিয়নের কাছে পৌঁছে দেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লি-ভিত্তিক স্বাধীন গ্লোবাল থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী রাইজিনা সংলাপের দ্বিতীয় দিনে ‘বিকাশমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জি২০-এর সম্ভাব্য ভূমিকা’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জি২০ দেশগুলোকে জলবায়ু পরিবর্তন, মহামারি পরবর্তী পুনরুদ্ধার, সরবরাহ শৃঙ্খলে বিঘ্নিত, খাদ্য নিরাপত্তা, শক্তি ও অর্থনৈতিক সংকটের মতো বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *