Main Menu

মিশিগানে মুক্তিযোদ্ধাসহ ১৬ সাংবাদিককে সম্মাননা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মুক্তিযোদ্ধাসহ বাংলা গণমাধ্যমে কর্মরত ১৬ সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ কমউনিটির কল্যাণে অবদান রাখায় মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের একুশের অনুষ্ঠানে সাংবাদিকের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেনকে।

প্রবাসে সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির কল্যাণে নিরলসভাব কাজ করে অসামান্য অবদান রাখায় ডা. সৈয়দ শওকত হোসেনকে সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মৃধা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা। স্বাগত বক্তব্য রাখেন একুশের অনুষ্ঠান উদযাপন কমিটির কোঅর্ডিনেটর শিক্ষক জাহেদ উদ্দিন জিয়া।

অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য ও বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকার।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- টিবিএন২৪ টেলিভিশন ও ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্মময় আচার্য্য, একই নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধা, সাপ্তাহিক ঠিকানার সৈয়দ সাহেদুল হক, মানবজমিনের হেলাল উদ্দিন রানা, বাংলা সংবাদের সম্পাদক সম্পাদক ইকবাল ফেরদৌস, সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক কামাল এম মোস্তফা, আরটিভি কামরুজ্জামান হেলাল, ডিবিসি টিভির আশিকুর রহমান, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজ২৪ জুয়েল খান, নিউজজি২৪ সৈয়দ আসাদুজ্জামান সোহান, বাংলাভিশন সাহেল আহমদ, শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আহমেদ মুন্না, সময়ের আলোর তাসনিয়া আলভী ও সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বক্তারা বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা সাংবাদিকদের জন্য আনন্দের। এটি আজীবন মনে থাকবে। এই সম্মাননা কর্মক্ষেত্রে আরো উৎসাহিত করবে এবং ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *