মানবপাচারকারী চক্র ভেঙে দেয়ার দাবি গ্রিক পুলিশের
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের নেতৃস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে গ্রিক পুলিশ৷ গ্রিক পুলিশের দাবি, নেতৃস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তারের ফলে মানবপাচারে জড়িত চক্রটি ভেঙে গেছে৷
রবিবার গ্রিসের রাষ্ট্রীয় বেতার ইআরটি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গ্রিক-তুর্কি সীমান্ত দিয়ে অন্তত ৭৩ জন অনিয়মিত অভিবাসী গ্রিসে এনেছে এই চক্রটি৷ এর জন্য প্রত্যেক অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে চার হাজার ২০০ ইউরো করে অর্থ হাতিয়ে নিয়েছে।
গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী, সীমান্তরক্ষীরা গত বছর গ্রিসে এভরোস ও তুরস্কে মেরিচ নামে পরিচিতি নদীবর্তী সীমান্ত থেকে দুই লাখ ৬০ হাজার অনিয়মিত অভিবাসীকে আটকে দিয়েছিল৷ ওইসময় প্রায় দেড় হাজারের মতো সন্দেহভাজন মানবপাচারকারীকেও আটক করা হয়েছিল৷
এই রুটে আসা অভিবাসনপ্রত্যাশীদের মূল লক্ষ্য থাকে তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করা৷ এরপর সেখান থেকে সুযোগ বুঝে পশ্চিম ইউরোপের দিকে কিংবা আর্থিকভাবে শক্তিশালী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন তারা৷ সেখানেই তারা আশ্রয়ের আবেদন করেন৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More