Main Menu

মানবপাচারকারী চক্র ভেঙে দেয়ার দাবি গ্রিক পুলিশের

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের নেতৃস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে গ্রিক পুলিশ৷ গ্রিক পুলিশের দাবি, নেতৃস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তারের ফলে মানবপাচারে জড়িত চক্রটি ভেঙে গেছে৷

রবিবার গ্রিসের রাষ্ট্রীয় বেতার ইআরটি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গ্রিক-তুর্কি সীমান্ত দিয়ে অন্তত ৭৩ জন অনিয়মিত অভিবাসী গ্রিসে এনেছে এই চক্রটি৷ এর জন্য প্রত্যেক অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে চার হাজার ২০০ ইউরো করে অর্থ হাতিয়ে নিয়েছে।

গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী, সীমান্তরক্ষীরা গত বছর গ্রিসে এভরোস ও তুরস্কে মেরিচ নামে পরিচিতি নদীবর্তী সীমান্ত থেকে দুই লাখ ৬০ হাজার অনিয়মিত অভিবাসীকে আটকে দিয়েছিল৷ ওইসময় প্রায় দেড় হাজারের মতো সন্দেহভাজন মানবপাচারকারীকেও আটক করা হয়েছিল৷

এই রুটে আসা অভিবাসনপ্রত্যাশীদের মূল লক্ষ্য থাকে তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করা৷ এরপর সেখান থেকে সুযোগ বুঝে পশ্চিম ইউরোপের দিকে কিংবা আর্থিকভাবে শক্তিশালী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন তারা৷ সেখানেই তারা আশ্রয়ের আবেদন করেন৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *