বেনাপোল স্থলবন্দরে যাত্রী পারাপার হবে ৪০ সেকেন্ডে

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াতের জন্য স্থাপিত হয়েছে ই-গেট। আগামী শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এই গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জানা গেছে, দেশে স্থলবন্দরগুলোর মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টে স্থাপিত এই ইমিগ্রেশন সিস্টেম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। এতে যাত্রী প্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫-১০ মিনিট সময় লাগতো।
পাসপোর্ট না থাকলে কেউ ই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রথম পর্যায়ে ছয়টি গেট বসানো হয়েছে। ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের জন্য তিনটি করে ই-গেট নির্মাণ করেছে। পর্যায়ক্রমে গেটের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোল ইমিগ্রেশনে প্রথম ই-গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গেটে যাত্রীরা তাদের পাসপোর্ট শো করলেই খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেট খুলবে না। এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এই কাজ করতে।
তিনি আরও বলেন, ‘বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। এই গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।’
Related News

মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More

ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার আগে কী ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে?
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী।Read More