নৌকাডুবিতে ৬৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ ইতালিতে
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির দক্ষিণ উপকূলের কাছে সম্প্রতি উত্তাল সাগরে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৭জন নিহত হয়েছে। ওই নৌকাটিতে দেড়শ থেকে দুইশত অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তবে নৌকাটির অনেক যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।
গত রবিবার ইতালির দক্ষিণ উপকূলে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যায়৷ এতে এখন পর্যন্ত ৬৭ জনের লাশ মিলেছে, যাদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে৷
কিন্তু মৃতের সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হচ্ছে৷ আফগানিস্তানের তালেবান সরকার বলছে, দুর্ঘটনায় দেশটির নাগরিকই মারা গেছেন ৮০ জন৷
এখন পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন ৮০ জন৷ দুর্ঘটনায় পড়ার পাঁচদিন আগে তারা তুরস্ক থেকে যাত্রা করেন৷
এজন্য মানবপাচারকারীদের জনপ্রতি প্রায় ৮৫০০ ডলার করে তারা দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারীরা৷ এ দিকে ভয়াবহ এ দুর্ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার পুলিশ৷
ওই নৌকায় নিজেদের ২০ জন অভিবাসী নৌকায় ছিলেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান৷ তাদের মধ্যে বেঁচে আছেন ১৬ জন, নিখোঁজ বাকিরা৷
স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, নৌকার যাত্রীরা ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিক।
এই দুর্ঘটনার জন্য মানবপাচারকারীদের দায়ি করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই দুর্ঘটনা এবং মৃত্যুর জন্য গভীর দুঃখ” প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন ‘নিরাপদ যাত্রার আশ্বাসে টিকেট বেঁচে তারা নারী পুরুষ শিশুদের জীবনের সাথে খেলা করছে। এমন যাত্রা যেন শুরু না হতে পারে এবং এমন ট্রাজেডি যেন না ঘটে তার জন্য সরকার চেষ্টা করছে, এবং করে যাবে।’
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More