Main Menu

পাথর উত্তোলনের দাবিতে জাফলংয়ে শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত জাফলং ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু জাফলং ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষুব্ধ বারকি শ্রমিকরা।এসময় এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।

এসময় এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগনেতা নাজমুল হোসাইন নাজিমের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, মিনহাজুর রহমান, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মির্জা, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম, আব্দুস সালাম, জাফলং ট্রাক চালক সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, মধ্য জাফলং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি রমজান মোল্লা,সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ জাহিদ প্রমুখ।

সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে সিলেট তামাবিল মহাসড়কে জাফলং অংশে টানা ৩ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে করে পথচারী, যাত্রী বহনকারী বাস মিনিবাসসহ সব ধরনের যানবাহন।

সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে বারকি শ্রমিকদের কর্মসংস্থান খুলে না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *