Main Menu

ইতালিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ব্রেসিয়া প্রবাসীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে পালন করেছেন ব্রেসিয়া প্রবাসীরা। শ্রদ্ধা জানাতে স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন।

রবিবার স্থানীয় পিয়াজ্জায় অনুষ্ঠানের শুরুতে ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশার মধ্যে দিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা করেন।

অস্থায়ী শহীদমিনারে পুস্পস্তর্পক অর্পণ করেন ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া , বিএনপি ব্রেসিয়া ,বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি ,মিলন বিশ্বাসের নেতৃত্বে বিজিপি সংগঠন,বাংলাদেশ উম্মুক্ত ঐক্য পরিষদ,বৃহত্তর ঢাকা সমিতি,কুমিল্লা সমাজ, বেঙ্গল কালচার,মাদারীপুর সমিতি, ব্রাক্ষণবাড়িয়া সমিতি, বিএনপি ব্রেসিয়া মানতোবা আহবায়ক কমিটি সহ স্থানীয় শহীদ মিনারে
শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের শুরুতে ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশার মধ্যে দিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধান আয়োজক রুবেল খান ,বাংলাদেশ ওয়েলফেয়ার এর সভাপতি কাজী লিটু ,ব্রেসিয়া আওয়ামীলীগের জাবের খন্দকার ,বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি কাজল মাদবর ,ব্রেসিয়া বিএনপির সভাপতি হালিম খান ,ব্রেসিয়া মানতোভা বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম মাসুদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *