৫৪ দিনে ঝুঁকি নিয়ে ইতালিতে ৪৪৭ বাংলাদেশি
নিউজ ডেস্ক:
চলতি বছরের প্রথম ৫৪ দিনে অভিবাসনের সবচেয়ে বিপজ্জনক রুট হিসেবে পরিচিত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চারশ ৪৭ জন বাংলাদেশি ইউরোপের দেশ ইতালিতে পৌঁছেছেন৷
সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে আসার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে গিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও ৷
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ৫৪ দিনে মোট ১৩ হাজার ৬৭ জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন৷ এর মধ্যে আটশ ৬১ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে৷
চলতি বছরের এই আগমনের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা৷
সরকারের পরিসংখ্যান বলছে, এই সময়ে আসা সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী আফ্রিকার দেশ গিনির নাগরিক৷ আফ্রিকার এই দেশটি থেকে মোট এক হাজার ৬৫৪ জন ইতালিতে পৌঁছেছেন৷
দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ আইভরিকোস্ট৷ দেশটি থেকে মোট এক হাজার ৫১১ জন নাগরিক এ সময়ে ইটালিতে পাড়ি জমিয়েছেন৷ এছাড়াও আছেন, নয়শ ৯৭ পাকিস্তানি, আটশ ৪৬ টিউনিশীয় এবং চারশ ৯০ মিশরীয় নাগরিক৷
জানা গেছে, ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় বাংলাদেশের নাগরিকেরা প্রথম দিকেই অবস্থান করছেন৷ ইতালি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট এক লাখ পাঁচ হাজার ১২৯জন অভিবাসনপ্রত্যাশী ইটালিতে পৌঁছেছেন৷ সেবছর সংখ্যার দিক থেকে বাংলাদেশিদের অবস্থান ছিল তৃতীয়৷ মোট ১৪ হাজার ৯৮২জন বাংলাদেশি ২০২২ সালে ইটালিতে পাড়ি জমিয়েছেন৷
ঝূঁকিপূর্ণ যাত্রা
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির দিকে আসার পথে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন৷ সবশেষ রোববার ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলের কাছে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কাঠের পালতোলা নৌকা ডুবে ১২ শিশুসহ ৬০ জন মারা গেছেন৷
ওই নৌকাটি তুরস্ক থেকে ইতালির উপকূলের দিকে রওনা হয়েছিল৷ এতে আফগানিস্তান, পাকিস্তান, ইরানসহ আরো কয়েকটি দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন৷
জাতিসংঘের নিখোঁজ অভিবাসী প্রকল্পের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে মারা গেছেন ও নিখোঁজ হয়েছেন ২০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী৷ আর চলতি বছরে এই সংখ্যাটি এর মধ্যেই ২২০ ছাড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে৷
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More