যুক্তরাষ্ট্রে পাসপোর্ট মেশিনের অভাব: হাজার হাজার ডলার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ
বিদেশবার্তা২৪ ডেস্ক::
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের কনস্যুলেট অফিস চালু হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও, পাসপোর্ট ছাপানোর সুবিধা নেই।
ফলে আটটি অঙ্গরাজ্যের পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশিদের যেতে হয় হচ্ছে ওয়াশিংটনে। কনস্যুলেটের শতভাগ সুফল পেতে দ্রুত পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
এ ব্যাপারে কনসাল জেনারেল জানান, ঢাকাএকটি পাসপোর্ট মেশিন পরিচালনার সব ব্যবস্থা করে দেবে, সেদিকে তাকিয়ে আছেন তারা।
প্রবাসীরা জানান, ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আরকানসাস, মিশিসিপি, লুইজিয়ানা – এ আটটি অঙ্গরাজ্যের জন্য এ কনস্যুলেট অফিস খোলা হলেও নেই পাসপোর্ট মেশিন। ফলে নবায়নের জন্য কয়েক লাখ প্রবাসীকে যেতে হয় ওয়াশিংটনে।
তাদের দাবি, সাধারণ সেবার পাশাপাশি দ্রুত চালু করা হোক পাসপোর্ট সেবা।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদ জানান, শুরু থেকেই একটি পাসপোর্ট মেশিন ব্যবহারের সব প্রস্তুতি আছে। তাছাড়া এ সেবা চালু হলে প্রতিদিন প্রায় তিন হাজার ডলার আয়ের পথ সুগম হবে।
তিনি আরও বলেন, ‘শুধু ফ্লোরিডা না, আমরা ৮টি স্টেট দেখি। ওই ৮টি স্টেট বাংলাদেশের চেয়ে বড়। আমরা আটকে আছি শুধু পাসপোর্টের জন্য; যেটি হবে আমাদের ইনকাম সোর্সের বড় একটা উৎস। প্রতি সপ্তাহে আমরা এটি দিয়ে হাজার হাজার ডলার আয় করতে পারব এবং যেটা দেশে পাঠাতে পারব।’
নিউইয়র্ক, লসএঞ্জেলেস ও ফ্লোরিডার তিনটি কনস্যুলেট অফিসের অধীনে রয়েছে আটটি অঙ্গরাজ্য। বাকি ২৬টি প্রদেশের প্রবাসীরা সরাসরি ওয়শিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের অধীনে। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যে কোনো বাংলাদেশিই দূতাবাসের সরাসরি সেবা নিতে পারেন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More