কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশি ১১২৯ সেনা সদস্য

নিউজ ডেস্ক:
কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশেল মন্ত্রিসভা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি আছে। এর আওতায় ৫ হাজার সেনা সদস্য সেখানে কাজ করেন। একইভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় সশস্ত্র বাহিনীর ১ হাজার ১২৯ জন সদস্য ডেপুটেশনে (প্রেষণ) কাতারে কাজ করবেন।
তিনি আরও বলেন, এ চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে, এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More