দক্ষিণ আফ্রিকায় সেই সড়ক দুর্ঘটনায় আরেক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত আনিসুল হক মিলন নামে আরেক বাংলাদেশি চিকিৎসাধীন মারা গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা সাতজন ছিলেন।
সর্বশেষ নিহত আনিসুল হক মিলন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝিবাড়ির বাহার মিয়ার ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আনিসুল হক মিলন স্থানীয় জর্জ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিন দিন চিকিৎসাধীন থেকে সোমবার বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে মারা গেছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. ইসমাইল, দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রাজু আহমেদ, জায়লস্কর ইউনিয়নের মোস্তফা কামাল পুপেল, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আবুল হোসেন ও তার সন্তান নাহিদ হোসেন।
এদের মধ্যে একমাত্র আহত নাহিদ আহমেদ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে গত রোববার রাতে বাসায় ফিরেছেন। নাহিদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ট্যাক্সিকে একটি মালবাহী লরি চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More