যেভাবে উদ্ধার হল প্রবাসীর বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা
বিদেশবার্তা২৪ ডেস্ক:
প্রবাসী স্বামীর ভুল নম্বরে বিকাশে পাঠানো ৩৭ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক ওই নারীর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর বাড়ি নাটোরের সদর উপজেলায়।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়ার তত্ত্বাধায়নে বিকাশে অন্যত্র চলে যাওয়া এ রেমিটেন্স উদ্ধার করে প্রকৃত মালিক প্রবাসীর স্ত্রীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী নাটোরের সদর উপজেলার আগাদিঘা এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম। তার প্রবাসী স্বামী কাঙ্ক্ষিত নম্বরের পরিবর্তে ভুলবশত ওপর একটি বিকাশ নম্বরে ৩৭ হাজার ৮৭৫ টাকা পাঠিয়ে দেন। পরে মনোয়ারা বেগম নাটোর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিকাশ নাম্বারটি যাচাই করে দেখা যায় সেটি মাটিরাঙ্গা থানার আওতাভুক্ত এক ব্যক্তির। পরে নাটোর থানা পুলিশ বিষয়টি মাটিরাঙ্গা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরেপুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারিত হওয়া ৩৭ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে মনোয়ারা বেগম বলেন, ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More