মরুর বুকে বসন্ত হাওয়া, বসন্তের সাজে রঙিন দুবাই

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বারো মাসে তেরো পার্বণ বাঙালি সংস্কৃতির একটি অংশ। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন নিজস্ব সংস্কৃতি বুকে ধারণ করে বেড়ায় সর্বত্র। যতই ব্যস্ত সময় কাটুক বা যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন নিজস্ব সংস্কৃতি পালন করা চাই-ই-চাই।
তাই ঋতুরাজ বসন্তের আগমনে, দূর প্রবাসে থেকেও বসন্ত উৎসব পালন করতে ভোলেননি প্রবাসী নারীরা।
গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কন্সুলেটে জেনারেল দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং তাঁর সহধর্মিনী আবিদা হোসেনের সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে আয়োজিত ‘বসন্ত উৎসব ২০২৩’ এ যেন বইছিলো বসন্তের হাওয়া।
কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বসন্তে ফুলের সমারোহ যেমন দেখার মতো, তেমনি বাসন্তী সাজে সেজেছিল আমিরাতের রমণীরা। পরনে হলুদ শাড়ি, হাতে রঙিন চুড়ি, খোঁপায় ফুল-সব মিলিয়ে এক ভিন্ন আমেজ।
শুধু সাজ সজ্জায় নয়, নানা খেলা যেমন বল-থ্রো, গোল-টার্গেট, পিলো-পাস, মিউজিক্যাল চেয়ার সহ নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়। এতে বাদ পড়েনি নানা পিঠাপুলি ও মজার খাবার-দাবারও। উপস্থিত অতিথিদের সাথে গান আর কবিতার মাধ্যমে জমে ওঠে গোটা বসন্ত আড্ডা।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More