নিউজিল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দুই বাংলার প্রবাসীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
যথাযোগ্য মর্যাদায় নিউজিল্যান্ডের পামারস্টোন নর্থ শহরে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পামারস্টোন নর্থ সিটি কাউন্সিলের কাউন্সিলর লরনা জনসন (Lorna Johnson), লে ফেন্ডলি (Lew Findlaey) ও অরফি মিকালাড (Orphee Mickalad)। আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী প্রবাসীসহ স্থানীয়রা।
মু: মাহবুবুর রহমান ও তনিমা হোসেইনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা তাদের বক্তৃতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আর শুধু বাংলা ভাষাভাষীদের কোনো দিন নয় এটি পুরো বিশ্বের সব মানুষের ভাষা রক্ষার দিন।
বক্তারা উল্লেখ করেন, মাওরি ভাষা নিউজিল্যান্ডে একসময় হারিয়ে যেতে বসেছিল কিন্তু সে পর্যায় অতিক্রম করে মাওরি ভাষা এখন তার নিজস্ব অবস্থান মজবুত করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় কলেজ স্ট্রীট নরমাল স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে “কাপা হাকা” (Kapa haka) যা মাওরি ভাষা ও সংস্কৃতির প্রতীক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সোসাইটির সভাপতি ড. আখতারুজ্জামান ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন মানাওয়াতু বাঙালি সোসাইটির সাবেক সভাপতি ও মেসি ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শ্রীকান্ত চ্যাটার্জি।
অনুষ্ঠান শুরু হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গান এর মাধ্যমে। সমিতির সাংস্কৃতিক সম্পাদক রুবাবা রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানে পরিবেশিত হয় আবৃত্তি, গান ও নৃত্য। আরিশা আজমী ও শামা সিমোন এর পরিবেশিত নৃত্য সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে হিন্দি ভাষায় কবিতা আবৃত্তি করেন দীপক বড়ুয়া। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’ কবিতাটি আবৃত্তি করে শোনান মু: মাহবুবুর রহমান। সমবেত কণ্ঠে “আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন” গানটি চারটি ভাষা – বাংলা, ইংরেজি, হিন্দি ও গুজরাটি ভাষায় পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের মাঝে ছিল সিওনি ও শাওন সিরকার – দুই ভাইবোনের চমৎকার কী -বোর্ড পরিবেশনা। সমবেত কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ গানের মাধ্যমে শেষ হয় এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন।
মু: মাহবুবুর রহমান, নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More