প্লেটের মাঝখান থেকে খাবার খাওয়া যাবে?
ধর্ম ডেস্ক:
আল্লাহর রাসুল (সা.) আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। তিনি মানবতার জন্য সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট নমুনা। তার পথ ও পন্থা অবলম্বনে মানবজাতির জন্য দুনিয়া-আখিরাতের কল্যাণ ও সাফল্য।
জীবনের প্রয়োজনে মানুষকে খাবার গ্রহণ করতে হয়। পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা খাবারের কথা বলেছেন, তবে অপচয় করতে নিষেধ করেছেন। বর্ণিত হয়েছে,
‘হে আদম সন্তান! তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান কর। পানাহার কর, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। ( সুরা আরাফ, ৩১)
জীবনের প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণের ক্ষেত্রেও রাসুল (সা.)-এর সুন্নত রয়েছে। খাবারের নিয়ম হলো এক পাশ থেকে খাওয়া। মাঝখান থেকে না খাওয়া। এতে খাবারের বরকত নষ্ট হয়। এই বক্তব্যের সমর্থনে হাদিস রয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বরকত খাবারের মাঝখানে অবতীর্ণ হয়।
অতএব তোমরা খাবারের এক পাশ থেকে খাওয়া শুরু করবে। মাঝখান থেকে খাওয়া শুরু করবে না। -(সুনানে তিরমিজি, হাদিস : ১৮০৫)
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More