দুবাইয়ে সম্মাননা পেলেন ৫০ প্রবাসী বাংলাদেশি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উওর আমিরাতের সম্মাননা পেলেন ৫০ প্রবাসী বাংলাদেশি।গত বৃহস্পতিবার রাতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
কনসুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
বক্তব্য রাখেন, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। লেবার কাউন্সিলর ফাতেমা জাহান। আল হারামাইন চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির সহ আরো অনেকে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার মাধ্যমে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা নিতে প্রবাসীদের আহ্বান জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।তিনি তার বক্তব্যে দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র কার্যক্রম চালু, বাংলাদেশ বিমানের ভাড়া অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে সামঞ্জস্য করা, প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে প্রেরণ, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের লভ্যাংশ ও ক্রয়সীমা শিথিল, ব্যাংকিং ও অন্যান্য বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ বিবেচনার আশ্বাস দেন।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More