সিলেটে যে কারণে ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না শনিবার!
নিউজ ডেস্ক:
আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) টানা ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এমন তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী শনিবার ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবিবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীরপাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি ও সুবিদবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More