ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা প্রক্রিয়া সহজ করল জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে বেঁচে যাওয়া মানুষের জন্য নিজেদের ভিসা প্রক্রিয়া সহজ করেছে জার্মানি৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জার্মানিতে থাকা আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নেয়ার সুযোগ দেবে দেশটি। তবে এ ভিসার মেয়াদ হবে তিন মাস। আর ভিসার যাবতীয় খরচ বহন করতে হবে জার্মানিতে থাকা স্বজনদের।
জার্মানির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এআরডির বরাত দিয়ে বিল্ড অ্যাম জনটাগ এ তথ্য জানিয়েছে৷
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক বলেন, ‘ফেডারেল সরকার হিসাবে আমরা জার্মানিতে থাকা পরিবাগুলোকে তাদের আত্মীয়স্বজনকে সহযোগিতার সুযোগ দিতে চাই৷ কারণ ক্ষতিগ্রস্ত অনেকের মাথা গোঁজার ঠাঁই নেই, অনেকের চিকিৎসা সেবা প্রয়োজন৷’
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারও জানিয়েছেন, জার্মানিতে বসবাসরত তুর্কি এবং সিরিয়ান পরিবারগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‘ঘনিষ্ঠ আত্মীয়দের’ নিয়ে আসতে পারবেন৷ তবে অফিশিয়াল প্রক্রিয়া মানতে হবে৷
এক টুইট বার্তায় ন্যান্সি ফেসার উল্লেখ করেছেন, ভূমিকম্পে বাস্তুহারা মানুষের জন্য আমরা ব্যথিত। এই সময়ের সর্বহারা পরিবারগুলোর সহযোগিতা দরকার। তাদের প্রয়োজনের সহযোগিতা দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে এ প্রক্রিয়ায় ভিসাপ্রার্থীদের তিন মাসের ভিসা দেয়া হবে।
যারা পাবেন এ ভিসা:
ভূমিকম্পে যারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, যারা বাড়িঘর হারিয়েছে, আহত হয়ে চিকিৎসা প্রয়োজন, তাদেরকেই দেয়া হবে ভিসা৷ আত্মীয়দের মধ্যে বাবা-মা, সন্তান, দাদা-দাদি, নাতি-নাতনি এবং ভাইবোনকে গ্রহণ করা হবে৷
এ জন্য তুর্কি নাগরিকদের স্বাস্থ্য বীমা, একটি বায়োমেট্রিক ছবি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বসতির প্রমাণ, জার্মানি থাকা পরিবারটির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ হাজির করতে হবে৷
আমলাতান্ত্রিক জটিলতা কমানো এই নতুন পদ্ধতির উদ্দেশ্য হলেও সিরিয়ানদের জন্য বিষয়টি এখনও একটু কঠিন বলে ধারণা করা হচ্ছে।
আবেদন যেভাবে:
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের তাদের দেশে অবস্থিত জার্মান মিশনে গিয়ে এ ভিসার আবেদন করতে হবে৷
একজন ভিসাপ্রার্থী বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তাকে ভিসা দিতে বড়জোর পাঁচ কর্মদিবস সময় নেবে মিশন৷ এই সপ্তাহ থেকে তুরস্কে জার্মানির ভিসা আবেদন কেন্দ্রগুলো থেকে ভিসা প্রার্থীরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন৷
ভূমিকম্পের কারণে যারা পাসপোর্ট হারিয়েছেন, তারাও আবেদন করার সুযোগ পাবেন৷ জার্মান সরকার জানিয়েছে, এ ক্ষেত্রে তুরস্কে গঠিত টাস্ক ফোর্স বিষয়গুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে৷
তবে সিরিয়ানদের জন্য প্রক্রিয়াটি জটিল। দামেস্কে জার্মান দূতাবাসটি বন্ধ রয়েছে৷ ফলে দেশটির নাগরিকদের জার্মানি আসতে হলে প্রতিবেশী রাষ্ট্র লেবানন, জর্ডান এবং তুরস্কের জার্মান মিশন থেকে আবেদন করতে হবে৷
সোমবার এক সংবাদ সম্মেলনে সিরীয়দের জন্য বিষয়টি আরো সহজ করা যায় কিনা তা নিয়ে জানতে চাওয়া হয়৷ জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সিরিয়ার প্রতিবেশি দেশগুলোতে গিয়ে তারা ভিসার আবেদন করতে পারবেন৷
ভিসা পেতে কোনো ফি দিতে হবে না আবেদনকারীদের৷ তবে কয়েকটি শর্ত পূরণ করতে হবে৷ এআরডির তথ্য অনুযায়ী, ভিসাপ্রত্যাশীর থাকা, খাওয়া, চিকিৎসা, যাতায়াতসহ সব ব্যয় বহনে অঙ্গীকার করতে হবে জার্মানিতে থাকা আত্মীয়দের৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More