Main Menu

লিবিয়াকে টহল নৌযান দিল ইতালি

নিউজ ডেস্ক:
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার ও নজরদারি বাড়াতে লিবিয়াকে একটি টহল নৌযান দিয়েছে ইতালি৷ গত সোমবার ইতালির উত্তর-পূর্বে ভেনিসের দক্ষিণে রোভিগো প্রদেশের ভিটোরিয়া শিপইয়ার্ডে এস-এলসিজি মডেলের নৌযানটি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়৷

এসময় ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা এলমানগৌশ এবং ইইউ কমিশনার ফর নেবারহুড অ্যান্ড এনলার্জমেন্ট অলিভিয়ার ভরহেইলি উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইইউ’র নেয়া প্রকল্প ‘লিবিয়ায় সমন্বিত সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাপনা’-এর আলোকে এই নৌযানটি দেয়া হয়েছে৷ লিবিয়াকে দেয়া নৌযানটি দৈর্ঘ্য প্রায় ২০ মিটার এবং ৬ মিটার চওড়া৷ এর ধারণ ক্ষমতা ২০০ জন৷ এরকম দুটি নৌযান ইতালির কোস্ট গার্ডরাও ব্যবহার করছে৷

কাঠ ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি নৌযানটি ডুববে না এবং নিজের সমতা নিজেই রক্ষা করতে সক্ষম৷ নৌযানটির নকশা এবং নির্মাণের দায়িত্বে ছিল ইতালির ভেনেটোকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান৷

এর আগে গেল বছল ২০২২ সালের জুনে নিলামের মাধ্যেম ভিট্টোরিয়া শিপইয়ার্ড এরকম তিন নৌযান তৈরিতে ইতালির কোস্টগার্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সই করে৷ প্রতিটির মূল্য ধরা হয়েছে ৮ মিলিয়ন ইউরো৷ বাকি দুটি চলতি বছরের শেষ নাগাদ সরবরাহ করার কথা রয়েছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *