Main Menu

সিলেট সফরে আগ্রহী রাজা চার্লস

নিউজ ডেস্ক:
সিলেটের ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেছেন বৃটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি সিলেট সফর করতে চান বলে জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বৃটেনের বিভিন্ন বাংলা গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আলাপকালে রাজার আগ্রহের কথা জানিয়েছেন মুনা।

বুধবার বৃটেনের রাজা তৃতীয় চার্লস তার স্ত্রী রানী ক্যামিলাকে নিয়ে সেদেশের বাঙালী পাড়া হিসাবে পরিচিত ব্রিকলেইনের বাংলাটাউন সফর করেন।

এসময় বাংলাদেশের হাইকমিশনারের সাথে আলাপকালে রাজা চার্লস বাংলাদেশ এবং সিলেট নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেন। গেল বছরের অক্টোবরে রাজা চার্লসের বাংলাদেশ সফরের কথা ছিল।

সাইদা মুনাকে জানান, বাংলাদেশের রাজধানী ঢাকা, সুন্দরবন এবং সিলেটের ব্যাপারে তিনি খুবই আগ্রহী। তাছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়েও রাজা তার আগ্রহের কথা প্রকাশ করেছেন।

তখন সাইদা মুনা রাজার উদ্দেশ্যে বলেন, ‘ইনশাল্লাহ, আগামীতে আপনি ঢাকা সুন্দরবন এবং সিলেট সফরে যাবেন’।

তার এই কথার জবাবে রাজা ‘ইনশাল্লাহ’ বলে তার সম্মতি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ব্রিকলেইনে রাজা বাঙালী বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন এবং ষাটের দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের কয়েকজন সৈনিকের সাথেও কথা বলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *