সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (১১ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১১ জানুয়ারি) ১১ কেভি ক্বীন ব্রীজ ফিডারের আওতাধীন মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছ আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতুমিয়া পয়েন্ট ও তার আশেপাশের এলাকা এবং ১১ কেভি জল্লারপাড় ফিডারের আওতাধীন দাড়িয়া পাড়া, জামতলা, খুলিয়াপুলা, জল্লারপাড়, লামাবাজার, সরষপুর গলি, মির্জাজাঙ্গাল, পশ্চিম জিন্দাবাজর (আংশিক) এলাকায় সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকগনের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More