Main Menu

বুলগেরিয়ার বিরুদ্ধে অভিবাসীদের বর্বরতা চালানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের সঙ্গে থাকা সীমান্ত পার হতে চাওয়া অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতনের অভিযোগ উঠেছে বুলগেরিয়ার বিরুদ্ধে৷ বুলগেরিয়া সীমান্তের আশ্রয়প্রার্থীরা অভিযোগ করেছেন যে, তাদেরকে জোর করে ফেরত পাঠানোসহ আটকে রাখা এবং নগ্ন করে পেটানোর ঘটনা ঘটেছে।

দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অনিয়মিত পথের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দেশটি৷ সাম্প্রতিক সময় সেখান থেকে প্রবেশের হার এতই বেড়েছে যে তা ২০১৫ সালের পর্যায়ে পৌঁছে গেছে৷

বুলগেরিয়ায় শরণার্থীদের সহায়তা করা সংগঠন মিশন উইংসের প্রধান ডিয়েনা ডিমুভা বলেন, ‘‘গত বছরের শুরু থেকে আমরা খুব নিবিড় এবং নৃশংস পুশব্যাক (জোর করে ফেরত পাঠানো) দেখতে পাচ্ছি, যা ইইউর আইন অনুযায়ী অবৈধ৷’’

বলকান দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের সীমান্তে এরকম বেশ কিছু ঘটনা লিপিবদ্ধ করেছে ফরাসি বার্তাসংস্থা এএফপি৷ এছাড়া ইউরোপীয় সীমান্তরক্ষা বাহিনী ফ্রন্টেক্সের প্রতিবেদনেও এসব বিষয় উঠে এসেছে৷

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির সীমান্ত পুলিশ ২০২২ সালে এক লাখ ৬৪ হাজার অনিয়মিত সীমান্ত পারাপার থামাতে সক্ষম হয়েছে৷ এর আগের বছর ২০২১ সালে সংখ্যাটি ছিল ৫৫ হাজার৷

বুলগেরিয়ায় সীমান্ত পারাপারের এই সংখ্যা বেড়ে যাওয়ায় অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডস দেশটিকে শেনজেনভুক্ত করার বিরোধিতা করেছে৷ চলতি সপ্তাহের শেষের দিকে ব্রাসেলসে ইইউ বৈঠকেও বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুলগেরীয় কর্তৃপক্ষ তাই তুরস্কের সঙ্গে থাকা দুইশ ৪৩ কিলোমিটার লম্বা সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে৷ এই সীমান্তের অধিকাংশ অংশই কাঁটাতারের বেড়ায় ঘেরা৷

১৬ বছর বয়সি এই সিরীয় তরুণ বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন যে বুলগেরিয়ায় প্রবেশের পর তাকে উঁচু বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় আটকে রাখা হয়েছিল যেটিকে তার কাছে কারাগার মনে হয়েছে৷

নামপ্রকাশে অনিচ্ছুুক এই তরুণ বলেন, ‘তারা সেখানে আমাদের আরব এবং আফগান গ্রুপে বিভক্ত করেছে এবং পিটিয়েছে৷ তারা আমাদের লাঠি দিয়ে পিটিয়েছে৷’

গত ডিসেম্বরে বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে একদল মানুষকে বুলগেরিয়ার একটি অস্থায়ী ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে৷ এরকম আরো বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে সামনে এসেছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *