Main Menu

ফেইসবুকে প্রেমর টানে জৈন্তাপুরে আসা ভারতীয় তরুণী আটক

নিউজ ডেস্ক:
ফেইসবুকে প্রেমের টানে জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। তিনি ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাস নামে এক তরুণীকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক আজকের সিলেট ডটকমকে বলেন, ওই তরুণীকে সীমান্ত প্রহরী বিজিবি আটক করেছে বলে আমরা জানতে পেরেছি, বিজিবি অভিযোগসহ থানায় দিলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *