সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক
নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।৬ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করা হয়। আটককৃত জোনা কংলা (৩৬) ভারতের আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের জৈন্তাহিল জেলার মুক্তাপুর হাওয়াই বস্তি গ্রামের জনিস কংলা এর ছেলে ।
পুলিশ সুত্রে জানা যায়, আজ সোমবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান উপজেলার জৈন্তাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভারতের আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের জৈন্তাহিল জেলার মুক্তাপুর হাওয়াই বস্তি গ্রামের জনিস কংলা এর ছেলে জোনা কংলাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে ভারতীয় নাগরিক অবৈধ ভাবে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করছে। পুলিশ অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে নানা ভাবে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটকের পর বাংলাদেশে প্রবেশের বৈধ কোন কাগজপত্র সে দেখাতে পারেনি। ইতোপূর্বে কয়েকবার এভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বলে সে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা দায়ের করে (যাহার মামলা নং-০২(০২)২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফাারুক বলেন, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে সে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশে বৈধ কোন কাগজপত্র না থাকায় থাকে আটক করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More