Main Menu

গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিস লেসবস উপকূলে ফের নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরো অনেকে৷ এ নিয়ে চলতি সপ্তাহের দ্বিতীয়বারের মতো গ্রিক উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটল।

এর আগে এমনকি গত রোববার আজিয়ান সাগরের দক্ষিণপূর্বাঞ্চলের দ্বীপ লেরোসে নৌকা ডুবিতে তিন শিশুসহ চার অভিবাসী নিহত হয়েছেন৷

গ্রিক কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় উপকূলরক্ষীরা মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ ব্যক্তিকে উদ্ধারে সক্ষম হন৷ তুরস্কের কাছের গ্রিক দ্বীপ লেসবসের উপকূলে একটি রাবারের নৌকা দেখতে পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়৷

উদ্ধারের পর ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে৷ তাদের কয়েকজন প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথারমিয়ায় ভুগছিলেন৷

উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা জানােয়েছে, তাদের বহনতকারী নৌকাটি ৪১ জন যাত্রী নিয়ে তুরস্ক উপকূল থেকে যাত্রা শুরু করেছিল৷ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে দুটি নৌযানের সঙ্গে যুক্ত হয়েছে একটি হেলিকপ্টার। তবে তীব্র বাতাস উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটাচ্ছে৷

গ্রিসের সরকারি টেলিভিশন ইআরটি জানিয়েছে যে নৌকাটিতে সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার নাগরিকরা ছিলেন৷ উদ্ধারকৃতদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে চ্যানেলটি৷

মূলত মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ, আফ্রিকা এবং এশিয়ার শরণার্থী ও অভিবাসীরা দীর্ঘদিন ধরেই গ্রিসকে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর মূল প্রবেশস্থল হিসেবে ব্যবহার করে আসছে৷ তাদের অধিকাংশই তুরস্ক থেকে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করেন৷ বিপজ্জনক এই অনিয়মিত পথ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারান৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *