কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়

নাজমুল ইসলাম মকবুল:
সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনে রেখে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমুহকে নিয়ে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র উদ্যোগে ও এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী মজনুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিতর্ক প্রতিযোগিতার ২য় রাউন্ড ও সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।
হলভর্তি দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ও একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় । শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৯ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন’র ১ম রাউন্ড সমাপ্ত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। সঞ্চালনায় ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী। বিচারকের দায়িত্বে ছিলেন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বুরুঙ্গা ইকবাল আহমদ কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, উপদেষ্ঠা কবি সাইদুর রহমান সাঈদ, সংগঠনের সহ-সভাপতি ফখর উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক কবি আবদুল মুমিন মামুন, বিচারক কবি খালেদ উদ-দীন, শহিদুল ইসলাম, সাংবাদিক তজম্মূল আলী রাজু, সংগঠনের সদস্য আনহার আলী, সমীর কান্তি দে প্রমূখ।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More